মণিপুরে দেখামাত্রই গুলির নির্দেশ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:৫৪ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৩
বিক্ষোভকারীদের দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছে ভারতের মণিপুর রাজ্য সরকার। বৃহস্পতিবার (৪ মে) এ ব্যাপারে নোটিসও জারি করেছে রাজ্য সরকার। সহিংসতা বন্ধে ইতোমধ্যে উত্তর-পূর্বের রাজ্যে সেনা মোতায়েন করেছে। এছাড়া রাজ্যের আট জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
জানা গেছে, মেইতি জনজাতি তফসিলি মর্যাদা আদায়ের জন্য দীর্ঘ এক দশক ধরে আন্দোলন করছে। মণিপুরের বিজেপি সরকার সেই দাবি মেনে নিতে ইঙ্গিত দিয়েছে। এতে কুকিসহ অধিকাংশ আদিবাসী সংগঠন ক্ষুব্ধ হয়েছে। তারা বলছে, মেইতিরা যদি তফসিলি উপজাতির স্বীকৃতি পেয়ে যায়, তাহলে আদিবাসীদের অধিকার অনেক ক্ষুন্ন হবে।
বুধবার (৩ মে) অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন আদিবাসী ঐক্য মিছিলের ডাক দিয়েছিল চূড়াচাঁদপুর জেলায়। সেই মিছিল থেকেই মূলত সংঘাতের সূচনা। বহু এলাকায় হাতাহাতি, মারধর, দোকানপাট ভাঙচুর, গাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটেছে।
এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানায়, সেখানে বর্তমানে দাঙ্গা পুলিশ ব্যাটালিয়ান র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রায় ৫০০ সদস্যকে মোতায়েন করা হয়েছে। তারা, আসাম রাইফেলস, সেনা, কেন্দ্রীয় ও রাজ্যের পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করবে।