পাকিস্তানে বন্দুকধারীর গুলি, ৭ শিক্ষক নিহত


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:১৬ পূর্বাহ্ন, ৫ই মে ২০২৩


পাকিস্তানে বন্দুকধারীর গুলি, ৭ শিক্ষক নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৭ শিক্ষক নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৪ মে) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে  এ ঘটনা ঘটে।


আন্তর্জাতিক গণমাধ্যমে জনিয়েছে, স্কুলে পরিক্ষা চলাকালীন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী স্কুলের স্টাফরুমে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে। পুলিশ হামলাকারীকে ধরতে তল্লাশি চালাচ্ছে।


এদিক,  শিক্ষকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভী। এছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান  তিনি ।


অপরাধীদের আইন অনুযায়ী দ্রুত শাস্তি হবে বলেও আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট আরিফ আলভী।