মুকসুদপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের অনাস্থা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩
দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতাসহ বিধিবহির্ভূত কর্মকান্ডের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৮নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে ওই পরিষদের ৯ ইউপি সদস্য গত (৩০ এপ্রিল) গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজী টুলু বরাবর পৃথক অনাস্থা প্রস্তাব এনে অভিযোগ দায়ের করেছেন।
অনাস্থা প্রস্তাবে যে নয়জন ইউপি সদস্যরা স্বাক্ষর করেছেন তারা হলেন, কবির মোল্যা, জাহিদুল ইসলাম, আব্দুল মান্নান খান, মজিবুর রহমান, ইমান আলী, সাদেকুর রহমান, রেহানা আক্তার লাকী ও হেনা বেগম।
ইউপি সদস্য রেহানা আক্তার লাকি বলেন, সালাউদ্দিন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদে অনিয়ম-দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন। নানা ভয়ভীতি উপেক্ষা করে আমরা দুই জন নারী সদস্য ও সাতজন পুরুষ সদস্য সম্মিলিতভাবে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিতভাবে অনাস্থা প্রস্তাব দিয়েছি।
এবিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়টি জানা নেই। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিস থেকে এখন পর্যন্তু আমাকে কিছু বলা হয়নি।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এস.এম ইমাম রাজি টুলু মহারাজপুর ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন মিয়ার বিরুদ্ধে একই ইউনিয়ন পরিষদের ৯ ইউপি সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাব পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, অভিযুক্ত ৮ নং মহারাজপুর ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন মিয়া মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় দল থেকে বহিষ্কৃত হন।
জেবি/ আরএইচ/