এবার বাম্পার ফলনের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: তুহিন এমপি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৫ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩


এবার বাম্পার ফলনের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন প্রধানমন্ত্রী: তুহিন এমপি
কৃষকের ধান কাটছেন এমপি তুহিন

এবছর আউশ মৌসুমে বাম্পার ফলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিতে ব্যাপক বিপ্লব ঘটিয়েছেন। বিনামূল্যে সরকারের উন্নত প্রজাতির ধানের বীজের মাধ্যমে কৃষক বাম্পার ফলন পেয়েছেন। প্রধানমন্ত্রী বিদেশে থেকেও কৃষকের খোজ খবর রাখছেন। কৃষক ধান কেটে ঠিনমত ঘরে তুলতে পারছে কিনা। 


বাংলাদেশকে যারা শ্রিলংকা দেখতে চেয়েছিল তা কখনো সম্ভব নয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বংয়সম্পূর্ন। তিনি কৃষির উপর বিশেষ নজর দিয়েছেন। ময়মনসিংহের ত্রিশালের  আউশ অন্তর্ভুক্তির মাধ্যমে দুই/তিন ফসলি খাদ্যের শস্যবিন্যাস উন্নয়ন প্রদর্শনির ফসল কর্তন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।


বৃহস্পতিবার (৪ মে) বিকেলে উপজেলার বালিপাড়া ইউনিয়নের কাজীগ্রামে ময়মনসিংহ রাইস ফার্মিং সিস্টেমস ব্রি এর আয়োজনে মাঠে কৃষকের ফসল কর্তন ও মতবিনিময় সভায় ব্রি গ্রেড-১ এর মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, ব্রি প্রশাসন ও সাধারন পরিচর্যা বিভাগের পরিচালক ড. মো: আব্দুল লতিফ, ময়মনসিংহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুশান্ত কুমার প্রামানীক, গাজীপুর খামার ব্যবস্থাপনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সিরাজুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষনা  ইনস্টিটিউটের রাইসিং ফার্মিং বিভাগের প্রধান ড. মোঃ ইব্রাহীম, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া প্রমূখ।


আলোচনা অনুষ্ঠানের পূর্বে কৃষি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি কৃষকের ফসলি জমির ধান কেটে দেন।


আরএক্স/