কাশ্মীরে বোমা বিস্ফোরণে ২ সেনা নিহত, আহত ৪
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩
কাশ্মীরে ফের জঙ্গি হামলা। রাজৌরি সেক্টরে জঙ্গি হামলায় ২ সেনা আধিকারিক নিহত। গুরুতর আহত অবস্থায় ৪ সেনা আধিকারিক হাসপাতালে চিকিৎসাধীন।
সেনা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ মে) সকালে রাজৌরি সেক্টরের অন্তর্ভুক্ত কান্দি জঙ্গলে জঙ্গি দমন অভিযান পরিচালনা করা হচ্ছিল। আশেপাশের এলাকায় চলছিল চিরুনী তল্লাশি। সে সময়ই আচমকায় সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ সেনা আধিকারিক।
আহত হন ৪ সেনা আধিকারিক। সেনা তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ওই জঙ্গলের মধ্যে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। খবর ছিল যে, জঙ্গিদের কয়েকটি গোষ্ঠী ছোট ছোট দলে ভাগ হয়ে ওই জঙ্গলে আশ্রয় নিয়েছে।
তারপরই পাথুরে ওই বনাঞ্চলে অভিযান শুরু করে সেনা। শুক্রবার সকাল সাড়ে ৭টায় জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয় সেনার। হঠাৎই সেনার উদ্দেশ্যে বোমা ছুড়ে দিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায় জঙ্গিরা। আহত সেনা আধিকারিকরা উধনপুরের কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন।
সেনার তরফে আরও জানানো হয়েছে, নতুন করে ওই এলাকায় অভিযান চালানো হবে।
আরএক্স/