বিশ্বজুড়ে আবারও বেড়েছে খাদ্যপণ্যের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫০ পূর্বাহ্ন, ৬ই মে ২০২৩
আবারও বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সূচক বলছে, চলতি বছর এপ্রিলে বিশ্বজুড়ে বিভিন্ন খাদ্যপণ্যের দাম গড়ে বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ।
রয়টার্স জানিয়েছে, গত মার্চে সূচকের অবস্থান ছিল ১২৬ দশমিক ৫ পয়েন্ট, তারপর এপ্রিলের গোটা মাসজুড়ে সূচকের অবস্থান ছিল ১২৭ দশমিক ২ এবং তার আশপাশে।
ফাও তাদের এক বিবৃতিতে বলেন, গত এপ্রিলে সিরিয়েল, দুধ ও দুগ্ধজাতীয় খাবার এবং ভোজ্য তেলের প্রায় স্থিতিশীল থাকলেও বেড়েছে চিনি, মাংস এবং ভাতের দাম। ফাও প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এপ্রিলে বিশ্বজুড়ে চিনির দাম বেড়েছে গড়ে ১৭ দশমিক ৬ শতাংশ।
চালের দামও বৃদ্ধি পাচ্ছে দিন। গত এক মাসে বিশ্ববাজারে চালের দাম শতকরা কত বেড়েছে, তা জানা যায় নি, তবে সামনের দিনগুলোতে এই দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে।
অন্যদিকে মার্চ থেকে এপ্রিল— ১ মাসে মাংসের দাম বিশ্বে বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ।