তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১৩ পূর্বাহ্ন, ৭ই মে ২০২৩


তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত
উল্লাপাড়ায় কৃষকের মাঠ দিবস

সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সিরাজগঞ্জের আয়োজনে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া অনুষ্ঠানের আগত অতিথিবৃন্দরা তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি(EPOC) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন  প্রদর্শনী প্লট, প্রদর্শনীভুক্ত কৃষকদের বীজ সংরক্ষণ পরিস্থিতি, প্রদর্শনী প্লটের নমুনা শস্য কর্তন, ব্রিধান-১০২ ও বিনাধান-২৫ এর মাঠ পরিস্থিতি যাচাইসহ কৃষকদের সাথে  মতবিনিময় করেন। 


শনিবার (৬ মে) সকালে উপজেলা হাটিকুমরুল ইউনিয়নের কালিবাড়ী গ্রামের কৃষক আলী বাবলু'র  বাড়ির আঙিনায় উক্ত কৃষকের মাঠ দিবস আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের   যুগ্মসচিব, (পরিকল্পনা-১ অধিশাখা'র) এ.টি.এম সাইফুল ইসলাম।


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর বগুড়া অঞ্চল বগুড়া'র অতিরিক্ত পরিচালক  সরকার শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের  প্রকল্প যুগ্মসচিব,  পরিকল্পনা-১ অধিশাখা, EPOC,খামারবাড়ি, ঢাকা'র মো. জসীম উদ্দিন, প্রকল্পের ডিপিডি মো. আরশেদ আলী চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদফতর সিরাজগঞ্জ, খামারবাড়ি  উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর,  প্রকল্পের  মনিটরিং অফিসার মো. আখেরুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতর,  খামারবাড়ি সিরাজগঞ্জের  অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. মশকর আলী প্রমুখ।


স্বাগত বক্তব্যে রাখেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. শাহাবুদ্দিন আহমেদ।


এ সময়ে  উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সরোয়ার হোসেন সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ, হাটিকুমরুল চড়িয়া উজির  এস এ এ মো. রেজাউল করিম, পাটধারি এসএএ মো. নাজমুল হাসান সহ অন্যান্যরা কৃষক- কৃষাণী, এলাকার বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষদের অনেক উপস্থিত ছিলেন।


জেবি/এসবি