যুক্তরাষ্ট্রে শপিংমলে বন্দুকধারীর হামলায় নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯:২০ অপরাহ্ন, ৭ই মে ২০২৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় অন্তত ৯ জন মারা গেছে। টেক্সাসের ডালাসের উত্তরাঞ্চলের একটি শপিংমলে এই হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস।
শনিবার (৬ মে) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কর্তৃপক্ষ বলছে, উত্তর ডালাসের উপশহর অ্যালেনের অ্যালেন প্রিমিয়াম আউটলেট শপিংমলে ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে। তাদের ধারণা, বন্দুকধারী একাই এ হামলা চালিয়েছে। নিহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। এ ঘটনায় কমপক্ষে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এই বন্দুক হামলার ঘটনাকে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত টেক্সাস।
জেবি/এসবি