বিজেপি শাসিত মণিপুরে বাঙালিদের কেটে ফেলার হুমকি!


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ৭ই মে ২০২৩


বিজেপি শাসিত মণিপুরে বাঙালিদের কেটে ফেলার হুমকি!
ফাইল ছবি

বিজেপি শাসিত মণিপুর রাজ‍্যে নতুন করে সংঘর্ষ না ছাড়লেও পরিস্থিতি থমথমে ভাব বিরাজ করছে। যেকোনও মুহূর্তে ফের সংঘর্ষ ছড়াতে পারে। অভিযোগ রাজধানী ইম্ফলসহ মণিপুরে বসবাসকারী বাংলাভাষীদের রাজ‍্য ছাড়া করার জন‍্য বারবার হুমকি আসছে। 


আরও অভিযোগ, সংঘর্ষ চলাকালীন ইম্ফলের বহু বাঙালি পরিবারের ঘরে ঢুকে গলা কেটে খুনের হুমকি দেওয়া হয়। আক্রান্ত বাঙালি পরিবারগুলির অভিযোগ, হামলাকারীরা রাজ‍্যের সংখ‍্যাগুরু মেইতেই জনগোষ্ঠীর। 


মেইতেইদের দাবি উপজাতি অধিকার চাই। আর পার্বত্য এলাকায় থাকা কুকি, নাগাসহ অন‍্যান‍্য উপজাতিরা মূলত খ্রিষ্টান ধর্মাবলম্বী। এরা সংখ‍্যালঘু। বিজেপি শাসিত রাজ‍্যে উপজাতি তালিকায় মেইতেইদের অন্তর্ভূক্তি নিয়ে বিক্ষোভ ও কয়েকটি চার্চ ভেঙে দেওয়ার জেরে মণিপুরের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সেনাবাহিনী নামাতে হয়েছে। 


সরকারি কয়েকজন কর্মকর্তাকে খুনের অভিযোগ আসছে। তেমনই বিক্ষোভকারীদের হাতে মার খেয়ে শাসকদল বিজেপির বিধায়ক হাসপাতালে চিকিৎসাধীন। 


বেসরকারি হিসেবে মণিপুরে কমপক্ষে ৩০ জন নিহত। অভিযোগ, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ‍্যে মেইতেই ও উপজাতিদের মধ‍্যে বিভেদের জন‍্য দায়ী। বিজেপি বিভাজনের রাজনীতি করে মণিপুরে থাকা বিভিন্ন  উপজাতিদের আধিকার খর্ব করতে চায়। অভিযোগ, রাজ‍্যের থাকা বাঙালিসহ অন‍্যান‍্য রাজ‍্যের বাসিন্দাদের সরানোর চেষ্টা চলছে। 


গত কয়েকদিনে ইম্ফলে বারবার আক্রান্ত হয়েছেন পড়তে আসা ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের বাঙালিরা। শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে বাংলা ভাষী পড়ুয়ারা তীব্র আতঙ্কিত। মণিপুর ও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ‍্যের গনমাধ‍‍্যমে একাশ হয়েছে  বাঙালিদের উপর হামলা ও কেটে ফেলার হুমকি সংবাদ। 


অগ্নিগর্ভ পরিস্থিতি আপাতত থাকলেও আতঙ্ক কমেনি। মণিপুরের পরিস্থিতি নিয়ে কথা বলার জন‍্য সে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সাথে ত্রিপুরার মুখ‍্যমন্ত্রী ডা মাণিক সাহা ফোন করেছিলেন। 


আগরতলায় তিনি জানান, বীরেন সিং ফোন ধরেননি। এই দুই বিজেপি শাসিত রাজ‍্যের নাগরিকদের যাতায়ত ঘনঘন। তেমনই  আসামের বরাক উপত‍্যকার কাছাড়, হাইলাকান্দি, করিমমঞ্জের বাংলাভাষী এলাকাবাসী মেঘালয়, পশ্চিমবঙ্গের অনেক বাঙালিরা বিভিন্ন সূত্রে মণিপুরে থাকেন।


আরএক্স/