কাশ্মীরে জঙ্গি গ্রেফতার, বিপুল পরিমাণ আইইডি উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:১১ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৩
জি- ২০ সম্মেলনের আগেই সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। এর মধ্যে বড়সড় নাশকতা এড়াল পুলওয়ামা। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার দায়ে গ্রেফতার করা হয় এক যুবককে। এ সময় তার কাছে থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ আইইডি।
কাশ্মীর পুলিশ জানায়, জঙ্গি যুবকের নাম ইসফাক আহমেদ ওয়ানি। তিনি আরিগামের বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে।
মনে করা হচ্ছে, পুলওয়ামায় বড়সড় নাশকতার ছক কষেছিল জঙ্গিরা। পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে গেছে। এ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আসন্ন জি-২০ সম্মেলনকে কেন্দ্র করে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের কার্যকলাপের উপর কড়া নজর রাখছে নিরাপত্তা সংস্থাগুলি।
জেবি/ আরএইচ/