যে কারণে ১৬ বছর ধরে পরিবার থেকে আলাদা ৪০০ কেজি ওজনের এই নারী!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫০ পূর্বাহ্ন, ৮ই মে ২০২৩


যে কারণে ১৬ বছর ধরে পরিবার থেকে আলাদা ৪০০ কেজি ওজনের এই নারী!
ছবি: সংগৃহীত

জর্ডানের এক নারীর ওজন প্রায় ৪০০ কেজি। এই কারণে কোনোভাবেই ঘর থেকে বের হতে পারেন না। অতিরিক্ত ওজনের কারণে শেষমেষ তাকে বাড়িও ছাড়তে হয়েছে। পরিবার থেকে আলাদা থেকেছেন প্রায় ১৬ বছর।


বয়স সবে মাত্র ত্রিশ! দিন দিন শরীর আরও মোটা হয়ে যাচ্ছে, এখন তার চিকিৎসা প্রয়োজন। এজন্য নিতে হবে ডাক্তারের কাছে। কিন্তু কিভাবে সম্ভব? তাকে তো আর পাঁজাকোলা করে নেয়া সম্ভব নয়।২ বা ৪ জনে ধরে নামানোও যাচ্ছে না!


পরে  তাকে উদ্ধার করতে স্থানীয় জাকরা সিভিল ডিফেন্সের ২০ সদস্যের টিম যায়। বিশেষ অভিযান চালানো চালিয়ে  তাকে ঘর থেকে বের করতে হয়েছে।


একটি ভবনের দ্বিতীয় তলায় তার বসবাস। সেখান থেকে তাকে উদ্ধার করা একটি লজিস্টিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তা সত্ত্বেও উদ্ধারকারীরা সতর্কতার সঙ্গে তাকে বাসা থেকে বের করে নিরাপদে আম্মানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সেখানে তিনি ওজনজনিত সমস্যার চিকিৎসা নিচ্ছেন। এতে কাজ হলে তিনি সুস্থ জীবনে ফিরতে চান। ১৬ বছর পরে ঘর থেকে বের হতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। আনন্দে কেঁদেছেন। 


সূত্র : গলফ নিউজ


জেবি/এসবি