যুবলীগ নেতার মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক কারাগারে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

বরগুনার বামনা উপজেলার সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগের দায়ের করা মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আলআমীন হোসেন জনিকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদার এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ মার্চ বামনা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুরুজ্জামান সোহাগ বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।
বুধবার দুপুরে মামলার ১৩ আসামি বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। মামলাটি আমলে নিয়ে তা পর্যবেক্ষণ করে বিচারক রাসেল মজুমদার ১৩ আসামির মধ্যে ১১ জনের জামিন মঞ্জুর করেন। বাকি প্রধান অভিযুক্ত দুই আসামি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, সিদ্দিকুর রহমান পান্না বলেন, বিজ্ঞ আদালতের দুজনের জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চাদালতে জামিনের আবেদন করব।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল লতিফ ফরাজী জনবাণীকে বলেন, বিজ্ঞ আদালতের কাছে আমি জামিনের বিরোধীতা করে আইনগত যৌক্তিকতা তুলে ধরেছি। আদালত দুই আসামীর জামিন নামঞ্জুর ও ১১ জনের জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

উত্তরায় বিমান দুর্ঘটনা: বার্ন ইন্সটিটিউটে এনসিপি’র হেল্প ডেস্ক

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: ঘটনাস্থল পরিদর্শনে বিএনপির প্রতিনিধিদল

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড

জুলাই শহীদরা জানতো না তাদের আত্মত্যাগে কারো মাঝে ক্ষমতার লোভ জাগবে: ইশরাক
