Logo

যুবলীগ নেতার মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক কারাগারে

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
10Shares
যুবলীগ নেতার মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক কারাগারে
ছবি: সংগৃহীত

বরগুনার বামনা উপজেলার সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগের দায়ের করা মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদ...

বিজ্ঞাপন

বরগুনার বামনা উপজেলার সাবেক যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগের দায়ের করা মামলায় বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোর্শ্বেদ শাহরিয়া গোলদার ও সাধারণ সম্পাদক আলআমীন হোসেন জনিকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মজুমদার এ আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ মার্চ বামনা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় বামনা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তারিকুরুজ্জামান সোহাগ বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। 

বুধবার দুপুরে মামলার ১৩ আসামি বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। মামলাটি আমলে নিয়ে তা পর্যবেক্ষণ করে বিচারক রাসেল মজুমদার ১৩ আসামির মধ্যে ১১ জনের জামিন মঞ্জুর করেন। বাকি প্রধান অভিযুক্ত দুই আসামি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, সিদ্দিকুর রহমান পান্না বলেন, বিজ্ঞ আদালতের দুজনের জামিন নামঞ্জুর করেছেন। আমরা উচ্চাদালতে জামিনের আবেদন করব।  

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল লতিফ ফরাজী জনবাণীকে বলেন, বিজ্ঞ আদালতের কাছে আমি জামিনের বিরোধীতা করে আইনগত যৌক্তিকতা তুলে ধরেছি। আদালত দুই আসামীর জামিন নামঞ্জুর ও ১১ জনের জামিন মঞ্জুরের আদেশ দিয়েছেন।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD