ভারতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫১ অপরাহ্ন, ৮ই মে ২০২৩
ভারতের রাজস্থানে একটি সামরিক বিমান বিধ্বস্ত কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন।
এনডিটিভির প্রতিবেদনে জানিয়েছে, সামরিক বাহিনীর মিগ-২১ বিমান সোমবার (৮ মে) রাজস্থানের একটি বাড়িতে বিধ্বস্ত হয়। এতে ওই বাড়ির ৩ জন নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন ।
পুলিশ কর্মকর্তা সুধীর চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘বিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন ভারতের বিমানবাহিনী (আইএএফ)। এক বার্তায় আইএএফ জানিয়েছে, রুটিন প্রশিক্ষণের সময় একটি মিগ-২১ সুরতগড়ে দুর্ঘটনায় পড়ে। পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন।
বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ জানান, পাইলট মানুষের হতাহতের ঘটনা এড়াতে সকল প্রচেষ্টা করেছিলেন। গ্রামের উপকণ্ঠে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।
জেবি/এসবি