শ্রীলঙ্কার চেয়েও পাকিস্তানের অর্থনীতির অবস্থা খারাপ: ইমরান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৩০ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩


শ্রীলঙ্কার চেয়েও পাকিস্তানের অর্থনীতির অবস্থা খারাপ: ইমরান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: জিও নিউজ

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানান, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত একটি শক্তিশালী সরকারই কেবল দেশকে এই অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্ত করতে পারে।


পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন সাবেক এই প্রধানমন্ত্রী।


ইমরান খান বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার একমাত্র সমাধান।


বিখ্যাত অর্থনীতি বিষয়ক মার্কিন সাময়িকী ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে ইমরান জানান, প্রকাশনাটি তুলে ধরেছে যে, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়েছে।


সূত্র: জিও নিউজ


জেবি/ আরএইচ/