সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৫


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৯ই মে ২০২৩


সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৫
ছবি: এএনআই

ব্রীজের রিলিং ভেঙে বাস খাদে পড়ে ভারতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। দেশটির মধ্যপ্রদেশ রাজ্যের খারগোনে সেতুর রেলিং ভেঙে এ দুর্ঘটনাটি ঘটে।


মঙ্গলবার (৯ মে) ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও টাইমস অবস ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বিষয়টি নিশ্চত করেন।


প্রতিবেদন সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের খারগোনে সেতু থেকে একটি বাস পড়ে যাওয়ার পরে অন্তত ১৫ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন বলে পুলিশ সুপার (এসপি) ধরম বীর সিং জানিয়েছেন।


এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে।


সূত্র: টাইম অব ইন্ডিয়া ও এএনআই

জেবি/ আরএইচ/