বাবুলের বিরুদ্ধে মিতু হত্যা মামলা চলবে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৩ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


বাবুলের বিরুদ্ধে মিতু হত্যা মামলা চলবে
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।


মঙ্গলবার (৯ মে) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। 


আদেশের ফলে বিচারিক আদালতে বাবুল আক্তারের বিরুদ্ধে স্ত্রী হত্যা মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।


আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ শিশির মনির।


মিতু হত্যা মামলায় বাবুলসহ সাতজনের বিরুদ্ধে গত ১৩ মার্চ অভিযোগ গঠন করেন আদালত। ৯ এপ্রিল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরমধ্য দিয়ে মিতু হত্যাকাণ্ডের সাত বছর পর বাবুল আক্তারসহ সাত আসামির বিচার শুরু হয়েছে।

জেবি/ আরএইচ/