নিলামে উঠছে ১৯৭৬ সালে স্টিভ জবসের স্বাক্ষর করা চেক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২১ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


নিলামে উঠছে ১৯৭৬ সালে স্টিভ জবসের স্বাক্ষর করা চেক
ছবি: সংগৃহীত

অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভ জবস। অটোগ্রাফ দিতে খুব একটা পছন্দ করতেন না তিনি। এর ফলে তার স্বাক্ষর কারো সংরক্ষণে থাকার ঘটনাও একটু বিরলই বলা যায়। 


এবার নিলামে উঠছে স্টিভ জবসের একটি স্বাক্ষর। তবে সেটা সাধারণ কাগজে দেওয়া স্বাক্ষর নয়। ব্যবসায়িক কাজে একটি চেকে স্বাক্ষর করেছিলেন স্টিভ জবস। চেকটিতে ১৭৫ ডলার একটি কোম্পানিকে দেওয়ার অনুমোদন দিয়েছিলেন এই প্রযুক্তিবিদ।


১৯৭৬ সালে এই চেকে স্বাক্ষর করেছিলেন জবস। একই বছর প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যাপল। ক্রাম্পটন, রিমকে এন্ড মিলার কোম্পানিকে চেকটি দিয়েছিলেন জবস।


চেকটি ৩৫ হাজার ডলারে বিক্রি করতে পারবে বলে নিলামকারী প্রতিষ্ঠান ‌‘আরপি অকশন’ প্রত্যাশা করছে।


জেবি/এসবি