মেহেরপুর জেনারেল হাসপাতালে ৫ দালালকে কারাদণ্ড
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৪২ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩

মেহেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালাল চক্রের ৫ জনকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে, মোছা. সুমি. মো. সোহাগ, মোছা. খাজুরা খাতুন, জেসমিন, জামান।
ভ্রাম্যমান আদালতের বিচারক রনি খাতুন জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীদের কমিশনের ভিত্তিতে বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যান দালালরা। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের দায় স্বীকার করায় ৫ জনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭/২ ধারায় তাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ডিএসবি ও ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ভেড়ামারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

চুয়াডাঙ্গায় ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল: প্রকাশ্যে টাকা গুনলেন ক্যাশিয়ার উজ্জ্বল বড়ুয়া

ভেড়ামারায় গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব: বসতবাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও বোমা হামলা

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও
