বিজয় দিবসে পুতিনকে কিম জং উনের চিঠি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৫৭ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩
‘নাৎসি বাহিনীর’ বিরুদ্ধে বিজয় দিবস স্মরণে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছেন। মঙ্গলবার (৯ মে) পাঠানো এই চিঠিতে রাশিয়াকে অভিনন্দন জানিয়েছেন কিম জং উন।
কেসিএনএ খবরে বলছে, চিঠিতে কিম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রাশিয়ার সেনাবাহিনী এবং রাশিয়ার জনগণকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচারের বাস্তবরূপ দিতে এবং বৈশ্বিক শান্তি রক্ষার লড়াইয়ের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
কিম চিঠিতে লিখেছেন, ‘বিজয় হলো রাশিয়ার অন্তর্নিহিত ঐতিহ্য। রাশিয়ার বিজয়ের গৌরব ইতিহাসে জ্বলজ্বল করবে এবং রাশিয়ার সাথে চিরকাল থাকবে এমনকি যখন সময় ও প্রজন্ম বদলে যাবে।’
তিনি আরও লেখেন, পুতিনের নেতৃত্বে রাশিয়া শত্রুর উত্থাপিত সমস্ত চ্যালেঞ্জ এবং হুমকি ভেঙ্গে ফেলবে। রাশিয়া সার্বভৌমত্ব, মর্যাদা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতের প্রচেষ্টায় বিজয়ী হবে।
গেল বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শিরোনামে সামরিক আক্রমণ শুরু করে। যে কয়টি দেশ রাশিয়ার প্রতি সমর্থন জানিয়েছে, উত্তর কোরিয়া তার মধ্যে অন্যতম। সূত্র: সিএনএন '
জেবি/এসবি