ইমরানের গ্রেফতার সকল সমস্যার সমাধান: মরিয়ম আওরঙ্গজেব


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৪২ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩


ইমরানের গ্রেফতার সকল সমস্যার সমাধান: মরিয়ম আওরঙ্গজেব
পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। ছবি: ডন

পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, বর্তমানে যে ভয়াবহ সংকটে বিপর্যস্ত পাকিস্তান ইমরান খানকে গ্রেফতার মাধ্যমেই তার সমাধান সম্ভব বলে।


এদিকে দুর্নীতি মামলায় মঙ্গলবার (৯ মে) রাজধানী ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার হয়েছেন ইমরান খান। 


পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স এবং দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো’র (ন্যাব) একটি যৌথ দল বিকেলের দিকে তাকে গ্রেফতার করে।


ইমরানকে গ্রেফতারের আগে ইসলামাবাদে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ইমরানকে গ্রেফতারের দাবি জানিয়ে মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দুর্নীতির দায়ে ইমরান খানকে অবিলম্বে গ্রেফতার করা উচিত, শাস্তি দেওয়া উচিত। 


সূত্র : ডন