পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৩৮ পূর্বাহ্ন, ১০ই মে ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। পকিস্তানের সংবাদমাধ্যম ডন তাদের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারের পর ইমরান খানকে নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।
পিটিআই’র সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী জানান, ইসলামাবাদ হাইকোর্ট এখন রেঞ্জার্সের দখলে। সেখানে আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি রক্তাক্তও হচ্ছেন।
গণমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইমরান খানকে গ্রেফতার করার পর ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে পিটিআইয়ের কয়েকশ নেতাকর্মী জড়ো হলে পুলিশের সঙ্গে সংঘর্ষ।
ভিডিওতে দেখা গেছে, বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্য ইমরান খানকে ধাক্কা দিয়ে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সাইফুল্লাহ গণমাধ্যমকে জানিয়েছেন, আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় মঙ্গলবার বিকালে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেবি/ আরএইচ/