ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হতে পারে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ১০ই মে ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আজ আদালতে তোলা হবে বলে জানা গেছে। এ সময় ইমরানের ১৪ দিনের রিমান্ডের আবেদন করবে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।
বুধবার (১০ মে) সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সম্ভবত চার থেকে পাঁচ দিনের জন্য এনএবি হেফাজতে থাকতে হতে পারে। কারণ আইনে অনুমোদিত সর্বোচ্চ রিমান্ডের জন্য আদালতের কাছে আবেদন জানাবে সংস্থাটি।
এদিকে এনএবির একটি সূত্র বার্তা সংস্থা ডনকে জানিয়েছে, ইমরান খানকে আজ জবাবদিহি আদালতে পেশ করা হবে। ওই সূত্রটি বলেছে, ‘আমরা তাকে কমপক্ষে চার থেকে পাঁচ দিনের জন্য হেফাজতে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
সূত্র: দ্য ডন