এবার পিটিআইয়ের সেক্রেটারি জেনারেল গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর এবার পিটিআই আরেক নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
জিও নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে বুধবার (১০ মে) দলটির সেক্রেটারি জেনারেল আসাদ ওমরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, ইসলামাবাদ পুলিশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের একটি দল ওমরকে গ্রেফতার করেছে। তিনি হাইকোর্টের বারে বসে ইমরানের সঙ্গে দেখা করার একটি আবেদনের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনি তাকে গ্রেফতার করা হয়।
ইমরান খানের গ্রেফতারের পর বিক্ষোভে যে সহিংসতা হয়েছে তাতে দুটি মামলা হয়েছে, এই মামলায় সাবেক অর্থমন্ত্রী ওমরকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এর আগে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে জামিন চাইতে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার হন সাবেক প্রধাানমন্ত্রী ইমরান খান।