গ্রেফতারের পর প্রকাশ্যে ইমরান খানের প্রথম ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের পর প্রথম ছবি প্রকাশ হয়েছে। এই ছবিতে ৭০ বছর বয়সী খানকে ইসলামাবাদের পুলিশ লাইনের একটি কক্ষে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। এখানেই তার শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার (৯ মে) ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্স।
এদিকে, আল-কাদির ট্রাস্ট মামলার শুনানির জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী খানকে ইসলামাবাদের একটি আদালতে হাজির করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) প্রসিকিউটর প্রাক্তন প্রধানমন্ত্রীর ১৪ দিনের শারীরিক রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করেছেন। ইমরান খানের আইনজীবীরা এটার বিরোধিতা করেছেন। শুনানি বর্তমানে স্থগিত রয়েছে।
জেবি/এসবি