রাশিয়াই বিজয়ী হবে: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৪২ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৩
বর্তমান বিশ্ব একটি টার্নিং পয়েন্টে রয়েছে। চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সংবাদ সংস্থা এপি তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদী জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয়বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন।
পুতিন বলেন, রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত রয়েছে পশ্চিমা দেশগুলো। তবে ইউক্রেনকে কেন্দ্র করে এই যুদ্ধে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে বিজয়ী হবে রাশিয়া।
তিনি বলেন, আবারো চূড়ান্ত একটি টার্নিং পয়েন্টের মুখে রয়েছে আজকে বিশ্ব সভ্যতা। আমাদের দেশের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাশিয়াপন্থি লোকজনকে রক্ষা করা মস্কোর দায়িত্ব।
জেবি/ আরএইচ/