পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বাসের নিচ ঢুকে গেল ট্রেকার, নিহত ২


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১১ই মে ২০২৩


পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে বাসের নিচ ঢুকে গেল ট্রেকার, নিহত ২
বাসের নিচে ঢুকে গেল ট্রেকার

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জন প্রাণহানি হয়েছে। এতে আরো আহত হয়েছেন ২০ জন।


এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যাত্রীদের উদ্ধার কাজে নামেন স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ। 


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১০ মে) বিকাল ১টা ৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম- চন্ডীপুর সড়কপথে ভেটুরিয়ার ঠাকুরচক এলাকায়। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রাম ফটকের একটি যাত্রীবাহী বাসে নন্দীগ্রামের দিকে যাচ্ছিল। 


সেই সময় উল্টো দিক থেকে একটি যাত্রীবাহী ট্রেকার এসেছিল। বাস এবং ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ হয়। পিছন থেকে অন‍্য একটি বাস এসে সজোরে ধাক্কা মারে ট্রেকারটিকে। এর ফলে ট্রেকারটি দুমড়ে মুচড়ে ঢুকে যায় বাসের নীচে। আটকে যান যাত্রীরা। বেশ কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামেন। 


কিন্তু দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেকারটি থেকে যাত্রীদের উদ্ধার করার জন‍্য আনা হয় গ‍্যাসকাটার। এরপর বেশ কয়েকজনকে বের করে আনা হয়। কয়েক জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


এই দুর্ঘটনার জেরে প্রায় ২ ঘন্টা অবরোধ হয়ে পড়ে নন্দীগ্রাম-চন্ডীপুর সড়কে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে নন্দীগ্রাম হাসপাতালে ২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁদের একজন ওই ট্রেকারের চালক এবং অন‍্যজন যাত্রী। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/