সোনার দাম আড়াই লাখ ছুঁই ছুঁই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১১ই মে ২০২৩
স্মরণকালের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক সংকটের উত্তাপ। এদিকে এ দুইয়ে মিলে পাকিস্তানে ব্যাপকভাবে বেড়েছে সোনার দাম।
বুধবার (১০ মে) দেশটিতে সোনার দাম আড়াই লাখ রুপি ছুঁয়েছে।
যদিও সাম্প্রতিক দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের বার্তা সংস্থা দ্য ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে সোনার দাম প্রতি ভরিতে রেকর্ড ২ লাখ ৪০ হাজার রুপিতে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন না হওয়া সত্ত্বেও বুধবার পাকিস্তানে সোনার দাম এক দিনে প্রতি ভরিতে সর্বোচ্চ ৯৯০০ রুপি এবং ১০ গ্রাম স্বর্ণে ৮ হাজার ৪৮৭ রুপি বৃদ্ধি পেয়েছে।
দেশটির জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্বর্ণের দোকানগুলোতে প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ ২ লাখ ৪০ হাজার রুপিতে পৌঁছেছে। আর প্রতি দশগ্রাম স্বর্ণের দামও রেকর্ড বৃদ্ধি পেয়ে ২ লাখ ৫ হাজার ৭৬১ রুপিতে পৌঁছেছে।
ডন বলছে, চলতি বছরের শুরু থেকেই পাকিস্তানে স্বর্ণের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রতি ভরি এবং প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম যথাক্রমে ৫২ হাজার ৮০০ রুপি এবং ৪৫ হাজার ২৬৭ রুপি বেড়েছে।
জেবি/ আরএইচ/