কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যা করা হতে পারে, ইমরানের শঙ্কা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১১ই মে ২০২৩


কারাগারে স্লো পয়জনিংয়ে হত্যা করা হতে পারে, ইমরানের শঙ্কা
ইমরান খান। ছবি: দ্য ডন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আশঙ্কা প্রকাশ করেছেন, তাকে কারাগারে ধীরগতির বিষ প্রয়োগে হত্যা করা হতে পারে।


বুধবার (১১ মে) নিজের এই শঙ্কার কথা প্রকাশ করে ইমরান আদালতকে বলেন, কর্তৃপক্ষ একটি ইঞ্জেকশন দেয় যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে।


এদিকে বুধবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট থেকে ইমরান খানকে গ্রেফতার করা হয়।  


এ সময় ইমরান নিজের চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের মাধ্যমে চিকিৎসা নেওয়ার দাবি জানান। তিনি জানান, মাকসুদ চাপরাশিকে যে ধরনের ‘শাস্তিমূলক চিকিৎসা’ দেওয়া হয়েছিল তা এড়াতে চান তিনি।


মালিক মাকসুদ আহমাদ ওরফে মাকসুদ চাপরাসি ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তার পরিবারের বিরুদ্ধে এক হাজার ৬০০ কোটি রুপির অর্থপাচার মামলার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ২০২২ সালের জুনে হৃদরোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে মারা যান তিনি। পিটিআই তার মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে তদন্তের দাবি জানিয়েছিল।  


জেবি/ আরএইচ/