সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেন এরদোগান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ১১ই মে ২০২৩


সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালেন এরদোগান
ছবি: সংগৃহীত

মাত্র ৫ দিন পরে তুরস্কের জাতীয় নির্বাচন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তাদের বেতন ৪৫% বাড়িয়েছে তুরস্ক। আঙ্কারায় এক বৈঠকে বেতন বাড়ানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।


তুরস্কের সরকারি ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়- ‘আমরা কল্যাণ তহবিলের অংশসহ ৪৫% বেতন বাড়িয়েছি। এতে সরকারি কর্মীদের বেতন সর্বনিম্ন ১৫ হাজার তুর্কি লিরা হয়েছে।’


তিনি বলেন, দেশের সার্বিক মূল্যস্ফীতির কথা বিবেচনা করে সব শ্রেণির শ্রমিকের বেতন বাড়ানোর জন্য কাজ করে যাবে সরকার। তাই এখন সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে।


প্রসঙ্গত, আগামী ১৪ মে’র নির্বাচনে প্রধান বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী কেমাল কিলিচদারোগ্লুর সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এরদোগান।


সূত্র: হুররিয়াত


জেবি/ আরএইচ/