গুরুতর অভিযোগে ইমরানকে গ্রেফতার করা হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১১ই মে ২০২৩
পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, গুরুতর অভিযোগে ইমরানকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) মামলাটির তদন্ত করে। তারা পাকিস্তানে ১৯০ মিলিয়ন পাউন্ড পাঠাতে চেয়েছিল। ইমরানকে পাকিস্তানের অর্থ ফেরত দেওয়ার সুযোগ দিয়েছিল। তিনি তার ক্ষমতা ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের অপব্যবহার করেছেন।
বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের করাচি থেকে সংবাদমাধ্যমে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
এর আগে, গেল মঙ্গলবার (৯ মে) বিকেলে ইসলামাবাদ হাইকোর্টের বাইরে থেকে দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ইমরানকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার মাথায় ও পায়ে আঘাত করা হয়েছে। তার গ্রেফতারকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় পুরো পাকিস্তানজুড়ে।
পিটিআই দলের সমর্থকরা ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ করেন রাজধানী ইসলামাবাদে । এ ছাড়া লাহোর, করাচি, পেশোয়ারসহ ছোট-বড় সব শহরে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ঘটে। গণমাধ্যমে প্রকাশিত ফুটেছে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
জেবি/এসবি