মার্সিডিজ কারখানায় গোলাগুলিতে নিহত ২


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ১২ই মে ২০২৩


মার্সিডিজ কারখানায় গোলাগুলিতে নিহত ২
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম জার্মানির একটি শহরে মার্সিডিজ-বেঞ্জ কারখানায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১২ মে) দেশটির স্টুটগার্টের নিকটবর্তী শহর সিন্ডেলফিনজেনে গুলির এ ঘটনা ঘটে।


স্টুটগার্টের প্রসিকিউটর অফিস জানিয়েছে, জার্মানির স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে প্রথম ঘটনা সম্পর্কে খবর পায় পুলিশ।


এ ঘটনায় নিহত দুজনেরই বয়স ৪৪ বছর। তাৎক্ষনিকভাবে নিহতদের সম্পর্কে এর বেশি কোন তথ্য জানায়নি প্রশাসন।


এক বিবৃতিতে মার্সিডিজ-বেঞ্জ জানিয়েছে, সিন্ডেলফিনজেন প্লান্টে গুলির ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় কোম্পানি কর্তৃপক্ষ গভীরভাবে মর্মাহত। একইসঙ্গে সাইটে থাকা সকল কর্মীর নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছে কোম্পানিটি।