ভাগ্নির বিয়েতে নাচতে নাচতে মামার মৃত্যু!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১২ই মে ২০২৩
ভাগ্নির বিয়েতে আনন্দে মঞ্চে উঠে পাত্র- পাত্রীর সঙ্গে উদ্দাম নাচ ছিলেন পেশায় ইঞ্জিনিয়ার দিলীপ রাউজকার। কিন্তু সেই নাচই কাল হল তাঁর। নাচতে নাচতে হাঁপিয়ে গিয়ে মঞ্চে বসে পড়েন দিলীপ।
এরপর সকলের দিকে তাকিয়ে হাসতে হাসতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভারতের ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার ডোঙ্গারগড়ের ঘটনাটি ঘটেছে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিলীপ বালোদ জেলার বাসিন্দা। তিনি ভিলাই স্টিল প্ল্যান্টের ইঞ্জিনিয়ার ছিলেন।
বৃহস্পতিবার (১১ মে) রাতে ভাগ্নির বিয়েতে যোগ দিতে সপরিবারে ডোঙ্গারগড় এসেছিলেন। আনন্দে আত্মহারা হয়ে পাত্র-পাত্রীর সঙ্গে মঞ্চে উঠে নাচতে শুরু করেছিলেন। কিন্তু বুঝতে পারেনি মন্থর গতিতে তাঁর দিকে এগিয়ে আসছিল মৃত্যু। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায়, ভাগ্নি এবং ভাগ্নিবরের সঙ্গে মঞ্চে উঠে উদ্দামভাবে নাচ ছিলেন দিলীপ। তাঁর সঙ্গে নাচছিলেন আরও কয়েকজন আত্মীয়।
নাচতে নাচতে হঠাৎই থেমে যান তিনি। মঞ্চে বসে পড়েন। এরপর সকলের দিকে তাকিয়ে হাসতে শুরু করেন তিনি। হাসতে হাসতেই হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন। দিলীপকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দিলীপের।
আরএক্স/