জামান পার্কের বাসভবনে ফিরেছেন ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আটক থাকার দুদিন পর জামিনে মুক্তি পেয়ে লাহোরের জামান পার্কের বাসভবনে ফিরেছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
শুক্রবার (১৩ মে) ইসলামাবাদ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর তাকে ফের গ্রেফতার করা হতে পারে আশঙ্কায় প্রায় ১১ ঘণ্টা আদালতের ভেতরেই অবস্থান করেন তিনি।
ফের গ্রেফতার করা হলে দলীয় কর্মীদের সম্ভাব্য প্রতিবাদের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে পিটিআই কর্মীরা সারাদিন ধরে রাস্তায় অবস্থান নিয়ে ছিলেন।
পরে আদালত থেকে বের হয়ে ইমরান জানান, লাহোরের উদ্দেশ্যে তার ইসলামাবাদ ছাড়ার পদক্ষেপে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক বাধা দেওয়ার ব্যাপক চেষ্টা চালান।
সূত্র: ডন ও জিও নিউজ
জেবি. আরএইচ