ইমরান খানের মুক্তিতে আদেশের খবরে খুশি সাবেক স্ত্রী জেমিমা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


ইমরান খানের মুক্তিতে আদেশের খবরে খুশি  সাবেক স্ত্রী জেমিমা
ফাইল ছবি

অনেক নাটকের পর জামিনে মুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।


ক্ষুদ্র ব্লগ সাইট টুইটারে এই ঘটনার প্রতিক্রিয়াও জানিয়েছেন এই ব্রিটিশ সিনেমা প্রযোজক ও চিত্রনাট্যকার। আর তার সেই পোস্ট অনেক পাকিস্তানির মন জয় করে নিয়েছে।


ইমরান খানকে মুক্তি দেওয়ার খবরের স্ক্রিনশট শেয়ার করে জেমিমা লেখেন, ‘অবশেষে হুঁশ ফিরল।’


আর এমন টুইটের পর অনেকে জেমিমার সাথে ইমরানের বিচ্ছেদের স্মৃতি হাতড়ে হয়েছেন বেদনাকাতর। প্রাক্তনকে এখনও এভাবে মনে রাখার বিষয়টি নিয়েও প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে উল্টো মতও আছে। তবে অনেকে বলছেন, মায়াকান্না কাঁদছেন ইমরানের সাবেক স্ত্রী। সূত্র: এনডিটিভি


জেবী/এসবি