ফের পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল ভারতীয় সেনা


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩


ফের পাক জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল ভারতীয় সেনা
ভারতীয় সেনা

ফের জম্মু এবং কাশ্মীর উপত‍্যকায় পাক অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা। 


শুক্রবার (১২ মে) গভীর রাতে বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখন্ডে প্রবেশের চেষ্টা করছিল পাক জঙ্গিরা। কিন্তু সেই মতলব ভেস্তে দেয় সেনা। দু' পক্ষের মধ‍্যে প্রবল গুলির লড়াই হয় বলে জানা গেছে। 


ওই দুর্গম এলাকায় এরপর ও তল্লাশি জারি রাখে সেনা। এদিকে গুলির লড়াইয়ের পরে আচমকাই আকাশে উড়ে আসে একটি পাক ড্রোন। সেই ড্রোনের উদ্দেশ্যে গুলি চালায় ভারতীয় সেনা। গুলিবর্ষণের ধাক্কায় ফিরে যায় ড্রোনটি। এই ধরনের ষড়যন্ত্র রুপতে মরিয়া সেনা। 


সব সময়ই কড়া নজরদারি চালায় সীমান্তে। পাশাপাশি পাক জঙ্গিরা ও লাগাতার চেষ্টা চালায় নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করার। কিন্তু সেই চক্রান্ত ভেস্তে দিতে মরিয়া ভারতীয় সেনা ক্রমাগত নজরদারি চালায়।


আরএক্স/