নিম্ন আদালতে কালো কোট-গাউন পরতে হবে না
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩
নিম্ন আদালতের বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার আবশ্যকতা নেই জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
শনিবার (১৩ মে) দুপুরে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, এ নির্দেশনা আগামী ১৪ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সম্প্রতি হিটস্ট্রোকে একজন আইনজীবীর মৃত্যু হওয়াকে কেন্দ্র করে গত ১১ মে দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে কালো কোট এবং গাউন পরিধান রোহিত চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন আইনজীবীরা।
এ বিষয়ে শনিবার (১৩ মে) বেলা ১১টায় জ্যেষ্ঠ বিচারপতিদের নিয়ে এ বিষয়ে বৈঠকে বসেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয়েছে যে, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালগুলোর বিচারক এবং আইনজীবীরা মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিগত ২৮/১০/২০২১ তারিখের বিজ্ঞপ্তি নম্বর ৪০/২০২১, জে, এর কার্যকারিতা স্থগিত করে বিগত ৩০/০৩/২০২১ তারিখের বিজ্ঞপ্তি নম্বর ৭, জে, পুনর্বহাল করা হলো।’
‘এমতাবস্থায়, দেশের সব অধস্তন দেওয়ান ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবী ক্ষেত্রমতো সাদা ফুল শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যাড / কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই।’