থাইল্যান্ডে সাধারণ নির্বাচনে ভোট গ্রহন চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১৪ই মে ২০২৩
থাইল্যান্ডে আজ রবিবার (১৪ মে) অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। এদিন থাইল্যান্ডজুড়ে স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ।
সাম্প্রতিক ইতিহাসে বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থানের সম্মুখীন হয়েছে দেশটি। এই দেশের জন্য সাধারণ নির্বাচনকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করা হচ্ছে বলে জানা গেছে।
এড় আগে ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন থাকসিন সিনাওয়াত্রা। তাঁর ছোট মেয়ে ৩৬ বছর বয়সী পায়েটংটার্ন সিনাওয়াত্রা নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত কয়েক মাস ধরেই জনমত জরিপগুলোয় ওচার চেয়ে এগিয়ে আছেন তিনি।
রাজা মহা ভাজিরালংকর্নের ক্ষমতা সংস্কারের নজিরবিহীন আহ্বানে ২০২০ সালে রাজধানী ব্যাংককে তরুণদের নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থি ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে প্রথমবারের মতো এই নির্বাচন হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছে, অর্থনৈতিক স্থবিরতা থেকে বেরিয়ে আসতে এবং মৌলিক স্বাধীনতা নিশ্চিত করতে সেনাসমর্থিত শাসনের বিপক্ষে রায় দেবে থাই নাগরিকরা।
জেবি/এসবি