জলঢাকায় ওসি ফিরোজ কবিরের বিদায় সংবর্ধনা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৮ অপরাহ্ন, ১৫ই মে ২০২৩
নীলফামারীর জলঢাকা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবিরকে বিদায় সংবর্ধনা দিয়েছেন উপজেলার সর্বস্তরের নেতাকর্মী সহ সাংবাদিক ও জনসাধারণ।
শনিবার (১৩ মে) পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়ের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর পিপিএম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, নির্বাহী অফিসার মো. ময়নুল ইসলাম, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি, ট্রাফিক ইনচার্জ (টিআই) মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদ হোসেন রুবেল প্রমুখ।
বিদায় সংবর্ধনায় সকলের মুখে সুনাম কুড়িয়েছেন ওসি ফিরোজ কবির। এর আগে রংপুর বিভাগে জলঢাকা থানাকে শ্রেষ্ঠ থানা হিসেবে ভূষিত করেছেন তিনি। বিদায় সংবর্ধনায় সকলের কাছে তিনি দোয়া কামনা করেন।