নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, নিহত ৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪১ পূর্বাহ্ন, ১৬ই মে ২০২৩


নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, নিহত ৬
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে একটি হোস্টেলে অগুন লেগে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিবিসির প্রতিবেদনে জানিয়েছে, ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লাগার কারণে কমপক্ষে  ছয়জন মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। এছাড়া অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর অজ্ঞাত আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।


 স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) মধ্যরাতের ঠিক পরে ওয়েলিংটনের চারতলা লোফারস লজ হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরপরই জরুরি পরিষেবাগুলোকে সেখানে ডাকা হয়। দুর্ঘটনাকবলিত বিল্ডিং থেকে কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, এখনও অনেক লোকের খোঁজ পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।


বিবিসি জানায়, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা ভবনের ওপরের দিকে আগুন দেখতে পান। এরপর ভোর চারটা নাগাদ কমপক্ষে ২০টি ফায়ার ট্রাকের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়।


জেবি/এসবি