মোখায় রাখাইনে বহু রোহিঙ্গার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩
মিয়ানমারের রাখাইনে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার আঘাতে বহু সংখ্যক রোহিঙ্গা মুসলিমের মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দা, একটি ত্রাণ সংস্থা ও গণমাধ্যম জানিয়েছে।
গত রবিবার ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতবিক্ষত রাখাইনে আঘাত হানে মোখা, এতে রাজ্যের রাজধানী সিত্তুয়ের ঘরবাড়ির ছাদ উড়ে যায় এবং শহরটি জলোচ্ছ্বাসে প্লাবিত হয়।
বেসরকারি ত্রাণ সংস্থা (এনজিও) পার্টনার্স বিভিন্ন জায়গায় থাকা তাদের লোকজনকে উদ্ধৃত করে টুইটারে জানিয়েছে, বহু মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাদের পোস্ট করা একটি ভিডিওতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।
রয়টার্স জানিয়েছে, তারা স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি। সোমবার (১৫ মে) মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম মোখায় মাত্র তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নিউজ পোর্টাল মিয়ানমার নাও জানিয়েছে, ঘূর্ণিঝড়ে ২২ জন রোহিঙ্গা নিহত হয়েছেন।
টুইটারে করা আরেক পোস্টে পার্টনার্স বলেছে, আমাদের সামর্থ্য অনুযায়ী ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা সম্প্রদায়গুলোর মধ্যে চাল ও তেরপলের মতো প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ বাড়ানোর চেষ্টা করেছি আমরা।
সূত্র: রয়টার্স