কলকাতায় এক মিনিটের কালবৈশাখীতে ৯ জনের মৃত্যু


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩


কলকাতায় এক মিনিটের কালবৈশাখীতে ৯ জনের মৃত্যু
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের কলকাতায় কালবৈশাখীর ভয়াবহ তাণ্ডবে ৯ জন মারা গেছেন। এছাড়া এতে বহু মানুষ আহত হয়েছেন। 


দেশটির গণমাধ্যম  হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের এ ঝড়ে নিহতদের মধ্যে ১২ বছরের এক কিশোরী রয়েছে।  ঝড়ে কেউ বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। অনেকের গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে। 


রবিবার (১৪ মে) ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের সেন্টমার্টিন ও মিয়ানমারে আঘাতে হানলেও সেভাবে কোনো প্রভাব পড়েনি পশ্চিমবঙ্গের ওপর। তবে সোমবার হঠাৎ কালবৈশাখী এভাবে তাণ্ডব চালাবে তার আভাস আগে থেকে পাননি কলকাতাবাসী। 


ভারতের আবহাওয়া দফতর জানায়, সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪১ মিনিটে সর্বোচ্চ ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বইতে থাকে। মাত্র ৩ মিনিট স্থায়ী হয়েছে এ ঝড়। এদিন সন্ধ্যা ৬টার সময় দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। এক মিনিট স্থায়ী হয়েছিল এ ঝড়। আর সেই অল্প সময়ে প্রাণ হারান ৯ জন।


জেবি/এসবি