পশ্চিমবঙ্গে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩


পশ্চিমবঙ্গে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ৭
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদনীপুর জেলার এগরায় বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭ জন মারা গেছেন। এতে আহত আরো একাধিক মানুষ। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিমত কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। 


মঙ্গলবার (১৫ মে) দুপুরে দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে ভবনটি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে লাশ। আতঙ্কে মানুষজন ছোটাছুটি করতে থাকে। 


জানা যায়, এদিন দুপুর ১ টার দিকে তীব্র বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠে। স্থানীয় বাসিন্দারা দেখতে পান একাধিক বাড়িতে আগুন জ্বলছে। বিস্ফোরণের সময় কারখানার ভিতর একাধিক ব্যক্তি কাজ করছিল। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।



গ্রামবাসীদের অভিযোগ বাজি কারখানার আড়ালে ওই কারখানায় বোমা তৈরি হতো। এও জানা গেছে যে বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় এক নেতার। ইতিমধ্যেই তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। 


বিস্ফোরণের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদ সম্মেলন করেন। যদিও তিনি ৫ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। এই ঘটনাকে 'দুর্ভাগ্যজনক' বলে আখ্যায়িত করে মমতা জানান, 'আমাদের কাছে যা খবর আছে তা হল পাঁচ জনের মৃত্যু হয়েছে, আহত হয়ে সাত জন হাসপাতালে ভর্তি।'


জেবি/এসবি