ইউক্রেনের প্রধান বিচারপতি গ্রেফতার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ১৬ই মে ২০২৩


ইউক্রেনের প্রধান বিচারপতি গ্রেফতার
ইউক্রেনের প্রধান বিচারপতি সেভেলোদ নায়াজিয়েভ

ইউক্রেনের প্রধান বিচারপতি সেভেলোদ নায়াজিয়েভকে ঘুষ নেয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার (১৬ মে) রাজধানী কিয়েভে প্রধান বিচারপতির সরকারি বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো অব ইউক্রেনের (এনএবিউ) জেষ্ঠ্য কর্মকর্তা ওলেকসান্দর লেমেনকো।


পরে এনএবিইউর ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেভেলোদ নায়াজিয়েভের সরকারি বাসভবনে তল্লাশি অভিযান চালায় এনএবিইউ এবং দুর্নীতি সংক্রান্ত বিশেষ প্রসিকিউটর স্পেশাল অ্যান্টি-করাপশন প্রসিকিউটর (এসএপি) এবং আইনশৃঙ্খলা বাহিনীর একটি সমন্বিত দল।


এনএবিইউর ফেসবুক পেজে আরও বলা হয়েছে, তল্লাশি অভিযানে তার বাড়ি থেকে ২৭ লাখ ডলার উদ্ধার করা হয়েছে। প্রধান বিচারপতি সেই অর্থের উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরপর তাকে গ্রেফতার করেন। সেই অর্থও জব্দ করা হয়েছে।


এনএবিইউর ফেসবুক পেজে আরও বলা হয়, সম্প্রতি বিচারবিভাগের দুর্নীতি দমনে মনযোগ দিয়েছে জাতীয় দুর্নীতি দমন সংস্থা। প্রধান বিচারপতি ছাড়াও অন্তত ১৮ জন দুর্নীতিগ্রস্ত বিচারপতি ও বিচারক আছেন সংস্থার গোপন তালিকায়। ধীরে ধীরে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।


সূত্র: এএফপি