দুর্নীতি মামলায় ইমরানকে তলব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আল কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।
আগামীকাল বৃহস্পতিবার তাকে উপস্থিত থাকতে বলেছে এনএবি।
বুধবার (১৭ মে) জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিও নিউজ বলছে, আল কাদির ট্রাস্ট সংক্রান্ত জমির কাগজপত্র, ব্যাংক স্টেটমেন্টসহ সব ধরনের নথির বিস্তারিত আনতে নির্দেশ দিয়েছে এনএবি। নির্দেশ না মানা হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থাটি।
এর আগে, গত (৯ মে) মঙ্গলবার ইসলাবাদের আদালতে হাজিরা দিতে আসলে বাইরে থেকেই আধাসামরিক বাহিনীর হাতে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।