পুলিশ দেখে গাড়ি থেকে নেমে দৌড় দিলেন সাবেক তথ্যমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:১৪ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩
পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পুলিশকে এগিয়ে আসতে দেখেই গাড়ি থেকে নেমে দৌড়ে আদালতে ঢুকে পড়েন।
মঙ্গলবার (১৭ মে) ইসলামাবাদ হাইকোর্ট চত্বরে এ ঘটনা ঘটেছে। ইতমধ্যে এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইমরান খানের গ্রেফতারের পর তার দলের সমর্থকদের সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফাওয়াদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল।
ওই মামলায় খালাস চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন এ পিটিআই নেতা। গতকাল মঙ্গলবার তার শুনানির দিন ধার্য ছিল। এদিন বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব আবেদনের শুনানির পর ফাওয়াদের মুক্তির আদেশ দেন।
ভিডিওতে দেখা যায়, আদালত থেকে বেরিয়ে সাদা এসইউভিতে উঠে বসেছিলেন পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী। একটু পরেই বুঝতে পারেন, পুলিশ সদস্যরা তার দিকে এগিয়ে আসছেন। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমেই দেন দৌড়। এক দৌড়ে আবারও আদালতের মধ্যে ঢুকে পড়েন তিনি।
জেবি/ আরএইচ