নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত ৪


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩


নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলা, নিহত ৪
ছবি- সংগৃহীত

নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের গাড়িবহরে হামলায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন দূতাবাসের কর্মী ও দু’জন পুলিশ কর্মকর্তা। এছাড়া হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনকে অপহরণও করেছে বলে জানা গেছে।


বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব নাইজেরিয়ায় মার্কিন দূতাবাসের কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুক হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুই কর্মচারী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। নাইজেরিয়ার আনামব্রা প্রদেশের আতানি শহরের কাছে মঙ্গলবার হওয়া এ হামলার সময় বন্দুকধারীরা ৩জনকে অপহরণ করে। অপহৃত এই তিন৩ জনের মধ্যে একজন ড্রাইভার এবং অন্য দুজন পুলিশ কর্মকর্তা।


ইকেঙ্গা তোচুকউ নামে আনামব্রা প্রদেশের একজন পুলিশ মুখপাত্র জানান, ''দুর্বৃত্তরা পুলিশ মোবাইল ফোর্সের দু'জন সদস্য ও মার্কিন কনস্যুলেটের দুই কর্মীকে হত্যা করে এবং তাদের মরদেহ ও যানবাহন আগুনে জ্বালিয়ে দেয়।''


এদিকে, নিহতদের মধ্যে কোনও মার্কিন নাগরিক নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি।”  সূত্র: আল জাজিরা


জেবি/এসবি