পাকিস্তানে পুলিশের গুলিতে ছাত্রী নিহত, আহত ৭


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩


পাকিস্তানে পুলিশের গুলিতে ছাত্রী নিহত, আহত ৭
আহত শিক্ষার্থীরা | ছবি- দ্য ডন

পাকিস্তানের একটি বেসকারী স্কুলের গেটে পুলিশ সদস্যের গুলিতে ৯ বছর বয়সী এক ছাত্রী নিহত হয়েছে। এতে শিক্ষক ও ছাত্রীসহ আহত হয়েছেন আরও ৭ জন। 


মঙ্গলবার (১৬ মে)  দেশটি খাইবার পাখতুনখওয়া প্রদেশের সোয়াত জেলায়  এ ঘটনা ঘটে।

 

সোয়াত পুলিশের ডিপিও শফিউল্লাহ গান্দারপুর বলেন, মঙ্গলবারের এ ঘটনায় কনস্টেবল আলম খানকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 


তিনি আরও বলেন, আহতদের সোয়াতের সাইদু শরিফ টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালে ভর্তি আহত এক ছাত্রী দেশটির গণমাধ্যম ডনকে জানায়, তাদের বহনকারী ভ্যানটি স্কুলের গেইট অতিক্রম করার সঙ্গে সঙ্গে ওই সন্দেহভাজন নির্বিচার গুলি চালানো শুরু করে।


এর আগে পাকিস্তানের এই সোয়াত উপত্যকাতেই ২০১২ সালে তৎকালীন স্কুল শিক্ষার্থী মালালা ইউসুফজাই জঙ্গি হামলায় গুরুতর আহত হয়েছিলেন। স্কুল বাসে এক বন্দুকধারী ছোড়া গুলিতে তিনি মারাত্মক আহত হন। কয়েকদিন অজ্ঞান থাকার পর চিকিৎসকদের নিবিড় প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। পরে পাকিস্তানের এই শিক্ষা আন্দোলনকর্মী সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পান পেয়েছেন।


জেবি/এসবি