ঋণ সংকটে সফর বাতিল করল বাইডেন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩


ঋণ সংকটে সফর বাতিল করল বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: বিবিসি

ঋণ সংকট এড়াতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়ায় আসন্ন সফর স্থগিত করেছেন। আলোচনার জন্য দ্রুত ওয়াশিংটনে ফিরে আসবেন তিনি। 


মঙ্গলবার (১৬ মে) হোয়াইট হাউস এ কথা জানিয়েছেন তিনি।


বাইডেন বুধবার জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য জাপানে গেছেন, তবে মার্কিন ঋণের সীমা বাড়ানোর জন্য দেশীয় সংকট মোকাবেলায় পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ায় পরবর্তী সফর বাতিল করা হয়েছে।


এদিকে এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 


বিবৃতিতে বলা হয়েছে, ‘সংকট এড়াতে সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে জি-৭ শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরে কংগ্রেস নেতাদের সয়েমড় বৈঠকের জন্য প্রেসিডেন্ট বাইডেন রবিবার যুক্তরাষ্ট্রে ফিরে আসবেন।’


এ-৭ শীর্ষ সম্মেলনের পরে বাইডেন সিডনিতে কোয়াড নেতাদের এক বৈঠকে যোগ দেয়ার কথা ছিল, যা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতকে একত্রিত করবে।


জেবি/ আরএইচ/