আপাতত ইমরানকে আর গ্রেফতার নয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩
ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ আগামী ৩১ মে পর্যন্ত বাড়িয়েছেন।
বুধবার (১৭ মে) শুনানি শেষে আইএইচসি এ সংক্রান্ত নির্দশনা দেন। আদালত জানায়, পিটিআই প্রধানের বিরুদ্ধে ১০০ এর বেশি মামলা করা হয়েছে।
ইমরানের দলের অনুরোধে সরকার পক্ষের আইনজীবীদের ওই সব মামলার বিস্তারিত জানাতে বলেন আদালত। কিন্তু তারা তা জানাতে প্রস্তুত না থাকায় সময় চান।
জিওনিউজ তাদের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন।
জিওনিউজ জানায়, গত ১২ মে ইমরানের দুই সপ্তাহের তথা ২৬ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেন আইএইচসি।
ইমরানের গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ দেখা দেয়। পুলিশের সঙ্গে সংঘাতে অন্তত ১০ বিক্ষোভকারী নিহত হয়।
এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে ১২ মে আল-কাদির ট্রাস্টা মামলায় ইমরানের ২ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে পাকিস্তানের হাইকোর্ট।
সূত্র: জিওনিউজ
জেবি/ আরএইচ/