চীনে সেনাবাহিনীকে নিয়ে কৌতুক করায় জরিমানার মুখে অভিনেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩
চীনে সেনাবাহিনীকে নিয়ে কৌতুক করায় ২০ লাখ ডলার জরিমানার মুখে পড়েছেন চীনা কৌতুক অভিনেতা লি (স্ট্যান্ড আপ কমেডিয়ান)। দেশটির রাজধানী বেইজিংয়ে গত শনিবার (১৩ মে) একটি অনুষ্ঠানে চীনা সেনাবাহিনীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এর সঙ্গে বেইজিংয়ে কৌতুক দলটির কর্মকাণ্ডও অনিশ্চিত কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে, কৌতুক কোম্পানিটি জরিমানা মেনে নিয়েছে এবং লি’র সাথে চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছেন।
একটি স্ট্যান্ড আপ কমেডি পারফরম্যান্স করার সময় কৌতুক অভিনেতা লি নিজের দুটি পোষা কুকুরের কথা উল্লেখ করেন। সেনাবাহিনীর আচরণের সাথে কুকুরের আচরণের সাদৃশ্যের কথা বলেন তিনি।
চীন কর্তৃপক্ষের দাবি, কমেডি দল সাংহাই জিয়ানজু কালচার মিডিয়া করপোরেশন এবং এর কৌতুক অভিনেতা লি হাওসি সেনাবাহিনীর মানহানি করেছেন।
ওই কৌতুক অভিনেতা বলেছিলেন, ‘তার পোষা ওই কুকুর দুটি একটি কাঠবিড়ালিকে তাড়া করছিল।’ এরপরই তিনি বলেন, ‘আপনি অন্য কুকুরদের দেখলে আদরনীয় মনে হবে। আর এই দুই কুকুর আমাকে কেবল একথাই কথা মনে করিয়ে দেয়....ফাইট টু উইন, দৃষ্টান্তমূলক আচরণ করুন।’
ওই কৌতুক অনুষ্ঠানের একটি অডিও রেকর্ডিং সোস্যাল মিডিয়ায় মাধ্যম উইবোতে প্রকাশ করা হয়েছে। দর্শকশ্রোতাদেরকে এই কৌতুক নিয়ে হাসাহাসি করতে শোনা গেছে।
তবে কৌতুকটি সবাই ভালভাবে নেননি। দর্শকশ্রোতাদের মধ্যে একজন এ কৌতুক নিয়ে অভিযোগ করেন। পরে মঙ্গলবার (১৭ মে) বেইজিং কর্তৃপক্ষ জানায়, তারা বিষয়টি তদন্ত করছে।
এদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানায়, কর্তৃপক্ষ কৌতুক কোম্পানিটির অবৈধভাবে অর্থ উপার্জনের অভিযোগে ১৩ লাখ ২০ হাজার ইউয়ান জব্দ করেছে এবং আরও ১ কোটির বেশি ইউয়ান জরিমানা করেছে। সূত্র: সিএনএন
জেবি/এসবি